আমার সম্পর্কে

আমি কে, কি, কেন?

আমার যা কিছু আপনার জানা জরুরী

মোস্তাফিজুর রহমান

আমি পেশায় একজন ওয়েব & বিজনেস ডেভেলপার। ইকেয়ার সলিউশনস্ নামের একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করি। সেই সাথে উন্মুক্তভাবে ভিডিওগ্রাফি, পাবলিক স্পিকার ও আইটি কনস্যাল্টেন্ট হিসাবেও কাজ করে থাকি। নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ বোধ করি। 

আমি বেড়ে উঠেছি বাংলাদেশের সুন্দরতম জেলা রাজশাহীতে। ডানপিটে স্বভাবের এই আমি প্রযুক্তিতে ভালোবাসার কারনেই পেশা হিসেবে আইটিতে নিজেকে নিয়োজিত হই। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি। অনেক গুণি মানুষের কাছে যেমন শিক্ষা নিয়েছি ঠিক তেমনি আমি আমার শিক্ষার্থীদের কাছে থেকেও শিখতে কার্পণ্য করি না। 

ইকেয়ার একাডেমির মাধ্যমে আমি যা জানি সেটাকে ছড়িয়ে দেবার চেষ্টা করছি। একই সাথে বিভিন্ন টেক-উদ্যোগ গ্রহণ করে নিজেকে এগিয়ে নেবার চেষ্টা করছি প্রতিনিয়ত। এর মধ্যে- ইকেয়ার হোস্ট, ইকেয়ার বাজার, ইকেয়ার এসএমএস, ফল বাজার ইত্যাদি।

আমি আমাতে মগ্ন থাকা একটি প্রাণবন্ত মানুষ যে সব সময় চেষ্টা করে ভেঙ্গে-গড়তে। আমার কমতিগুলো আমি পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের পথকে মসৃণ করে তুলি। 

 

আমি যা যা করি বা যা কিছুতে আমার আগ্রহ

বিগত ১৩ বছরে যা কিছু শিখেছি বা শেখার চেষ্টায় আছি তার ভেতর থেকে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো। বিস্তারিত দেখার জন্য আইকনে ক্লিক করুন।

আপনি ১ মাস তদারকিতে থেকে নিজের এবং প্রতিষ্ঠানের উন্নতি চাইছেন?