গল্প যেখানে শুরু…

শুভেচ্ছা। এই লিংকে যখন আপনি ক্লিক করে এসেছেন এতে আমি ধরে নিচ্ছি আপনি স্বপ্নবাজ! আপনি কিছু একটা করার চেষ্টা করছেন। তারই প্রত্যয়ে আজকের এই পোষ্ট। আশা করছি ভালো আছেন। খারাপ থাকলেও পুরো বিষয়টি অনুধাবন করে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ্। বেশ কিছু দিন থেকে আমরা গুছিয়ে কিছু করতে চাইছিলাম। সময় এবং ব্যাস্ততার কারনে লেখা প্রকাশ করতে পারিনি। আশা করছি এই পোষ্ট থেকে আমার সাথে যারা যুক্ত ছিলেন বা হবেন তারা একটি পূর্ণাঙ্গ গাইড পাবেন।

জেনে খুশি হবেন আমরা শত প্রতিকুলতা পেরিয়ে অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি আমাদের কার্যক্রম। পুরো পোষ্টটি পড়ার পূর্বে যে বিষয়গুলো আপনাকে জানাতে চাইছি-

  • আমাদের পুরো কার্যক্রম রাজনীতি ও তাবিজ মুক্ত
  • ব্যাক্তি কেন্দ্রীক “জ্বী-হুজুর” বলার বাধ্যকতা নেই
  • “নিজে নিবো অন্যকে কিচ্ছু দিবো না” টাইপের মানুষ হলে রাস্তা মাপেন
  • অনৈতিক, অবৈধ, অসমাজিক, অসাধু ছাড়াও যাবতীয় “অ” কেন্দ্রীক কাজ থেকে আমরা দুরে থাকি
  • অনলাইনে আপনার প্রফেশন হবে না বা এটার সাথে আপনি রিলেট করেন না তাহলে বাকিটুকু না পড়াই ভালো হবে

আমাদের কার্যক্রমের তালিকা

  • নতুনদের জন্য গাইড ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা
  • যারা কাজ মোটামুটি জানে তাদের প্রকল্প ভিত্তিক কাজে সম্পৃক্ত করা
  • এক্সপার্ট যারা আছেন তাদের নিয়ে বাস্তবিক প্রকল্প শুরু করা

আমি নতুন: তো কি হয়েছে? একদিন তো পুরনো হবেন নাকি? প্রথমত আপনি আমাদের গ্রুপে একটিভিটি বাড়ান, কে কি করছে বা কোন ইভেন্ট আয়োজন হচ্ছে কি না সেটা অবজারভ্ করে যুক্ত হোন। প্রাথমিক ভাবে ফ্রিতে গাইডের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত ৯:০০ টায় অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে এই আয়োজন করা হবে।

ক্যারিয়ার গাইডের পাশাপাশি দক্ষতা উন্নয়ন করতে নিচের দেয়া বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে অনলাইনে লাইভ ক্লাস নেয়ার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে সাপোর্ট দিতে সিক্রেট গ্রুপে যুক্ত করা হবে, সেখানে প্রশ্ন ও সমস্যার সমাধান দেয়া হবে। মনে রাখবেন কোন কিছুই আসলে ফ্রি না। বিনিময় অবশ্যই থাকতে হয়। যারা বা যিনি আপনার উন্নয়নে সময় দিবেন তাকেও সঠিক সম্মাননা বুঝিয়ে দিবেন। পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো জানাবো ইনশাআল্লাহ্।

  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ব্যবসা শুরু করবেন,
  • কিভাবে ইউটিউবের মাধ্যমে ইনকাম করবেন
  • কিভাবে কন্টেন্ট (ভিডিও, পোষ্ট করার জন্য ছবি, প্রোডাক্ট ফটোগ্রাফি) তৈরি করবেন?
  • কিভাবে ডাটা এন্ট্রি করে স্বল্প সময়ে ইনকাম করবেন
  • কিভাবে কোডিং না জেনেও পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন
  • কিভাবে যে কোন বিষয় ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন করবেন
  • কিভাবে ভিডিও এডিটিং করবেন
  • কিভাবে নিজের ব্যবসার ব্র্যান্ডিং করবেন
  • কিভাবে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে পণ্য/সেবা সেল করবেন
  • কিভাবে অনলাইনে কাজের জন্য আবেদন করবেন

উপরের যে কোন একটি বিষয়ে অথবা একাধিক বিষয়ে দক্ষতা উন্নয়ন করে অনলাইনে বাড়িতে বসে ইনকাম শুরু করতে পারেন। আপডেট পেতে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন।

আমি মোটামুটি: তারমানে আপনি জানেন, কিন্তু কি জানেন সেটা নিয়ে কনফিউজড্! যারা মোটামুটি দক্ষ তাদের জন্য আমরা সচেষ্ট আছি। আপনি কোন বিষয়ে দক্ষ সেটি জানিয়ে এই ফরমটি পূরণ করুন এবং এই গ্রুপে যুক্ত হওন। মনে রাখবেন- উপযুক্ত দক্ষতা ছাড়া কোনভাবেই কাজ পাবেন না। তাই দক্ষতার প্রমাণ স্বরূপ পোর্টফলিও তৈরি করুন। যেন যে কেউ এক ক্লিকে আপনার সম্পর্কে জানতে পারেন। পোর্টফলিও তৈরির ব্যাপারে আমাদের কাছে থেকে সহযোগিতা নিতে পারেন।

সঠিক ভাবে ফরম পূরণ করে রাখলে প্রয়োজন ও কাজ অনুযায়ী আপনার ডাক পেতে অপেক্ষা করুন এবং গ্রুপে আপনার প্রচার করুন। এই বিষয়ে কোন তাগাদা দেয়া যাবে না। আপনার এক্টিভিটি এবং কর্মদক্ষতার ওপর নির্ভর করবে আপনি কত দ্রুত ইনকামে আসতে পারবেন। যাদের টাকা ইনকাম দ্রুত করতে হবে তাদের বিকল্প হিসাবে অন্য কোন কাজ করার পরামর্শ রইলো।

আমি ট্যাকাওয়ালা: ভাই আপনি কই ছিলেন? যা আছে সব বিলায় দেন! তবে সেটা সিস্টেমে! সেই সিস্টেমটা কি চলুন জেনে নেবার চেষ্টা করি।

আপনি কোন একটি সেক্টরে প্রতিষ্ঠিত, ভাবছেন অনলাইন ভিত্তিক স্টার্ট-আপ বা হিউম্যান রিসোর্স কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা, তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেন্টর গ্রুপে। এই গ্রুপে যুক্ত হতে কিছু স্টেপ ফলো করতে হবে, সেগুলো হলও-

  • আপনি বর্তমানে কি করছেন এবং সেই সেক্টরে কত সময় ধরে আছেন?
  • আপনার টিম ওয়ার্ক করার পূর্ব অভিজ্ঞতা আছে কি না, থাকলে কোন কাজ সম্পৃক্ত ছিলেন?
  • পার্টনারশিপ বিজনেস নিয়ে কোন পূর্ব অভিজ্ঞতা আছে কি না, থাকলে কোন বিজনেস করছেন?
  • মূল পেশার পাশাপাশি প্রতিদিন অন্তত ২ঘন্টা আলাদা সময় দিতে পারবেন কি না? পারলে কোন সময় উল্লেখ করবেন।
  • প্রকল্প ভিত্তিক বিনিয়োগ হিসাবে মূলধন সংগ্রহ করা হলে কত টাকা বিনিয়োগ করতে পারবেন, সর্বচ্চ এমাউন্ট উল্লেখ করুন
  • কেন টিম হয়ে কাজ করতে চাইছেন এই বিষয়ে অন্তত দুই মিনিটের ক্যামেরা ফেইস করে ভিডিও তৈরি করুন, এবং সেটি নির্দিষ্ট মেইলে প্রেরণ করুন।
  • আপনার জীবন বৃত্তান্ত নির্দিষ্ট মেইলে প্রেরণ করুন।

উপরের তথ্যগুলো সাজিয়ে একটি ডকুমেন্ট রেডি করুন এবং পাঠিয়ে দিন hello@onlineworkersociety.com এই ঠিকানায়।

সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন

# আমি তো নতুন আমি কিভাবে যুক্ত হবো বা থাকবো আপনাদের সাথে?

উত্তর: শুরুতে আপনি আমাদের গ্রুপে যুক্ত হওন, এরপর মেসেঞ্জার গ্রুপে বিষয় ভিত্তিক প্রশ্ন বা অন্যরা কি আলোচনা করছে সেগুলো ফলো করুন। এরপর পর্যায়ক্রমে নিজের উন্নতি এবং দক্ষতা বৃদ্ধিতে এক্টিভিটি বাড়ান। বিশেষ করে গ্রুপে নিয়মিত পোষ্ট, কমেন্ট এবং বিভিন্ন অনলাইন মিটিং এ অংশগ্রহণ করুন।

# আমি বেকার, আপনারা কি কোন কাজ বা চাকুরী দেবার নিশ্চয়তা দেন?

উত্তর: না। আমরা দক্ষতার উপর ভিত্তি করে গাইড বা নির্দিষ্ট কাজে নির্দিষ্ট দক্ষ মানুষদের সোর্স করি। এটি আপেক্ষিক। তার মানে আপনার দক্ষতা না থাকলে খুব বেশি সুবিধা করতে পারবেন না, আর দক্ষতা থাকলে সেটি প্রকাশ করতে জানতে হবে। সঠিক সময়ে সঠিক যায়গায় নিজেকে উপস্থাপন করতে না পারলে বেকারত্বের কলঙ্ক থেকে মুক্ত হতে পারবেন না।

# প্রশিক্ষণ নিতে কেমন খরচ হবে? আপনাদের গাইড পেতে কোন টাকা দিতে হবে?

উত্তর: বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উপর নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। আমরা পরবর্তী পোস্টে ফি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানাবো। প্রতি বৃহস্পতিবার ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক ফ্রি সেমিনার হয় অনলাইনে। সেখানে যুক্ত হতে কোন বাধ্য-বাধকতা নেই।

# আমি কাজ পারি, আমায় কাজ দিবেন?

উত্তর: কি কাজ পারেন সেটার উপযুক্ত পোর্টফলিও নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, এতে আমরা আপনার দক্ষতা অনুযায়ী আমাদের ওয়েবসাইটে লিস্টেড করে রাখবো। কোন বায়ারের সেই বিষয়ে কাজের প্রয়োজন হলে আপনাকে নক দিবেন।

# আমি কি সরাসরি প্রশিক্ষণ নিতে পারি?

উত্তর: আমাদের আপাতত একটি প্রশিক্ষণ সেন্টার (বাঘা, রাজশাহী) একটিভ আছে, পর্যায়ক্রমে বিভিন্ন লোকেশনে প্রতিষ্ঠানকে যুক্ত করার প্রক্রিয়া চলমান।

সর্বপরি সার্বিক ভাবে সফলতার জন্য লেগে থাকার বিকল্প নেই। আপনি নিজে থেকে সামনে এগুতে না পারলে টিম ভিত্তিক এগিয়ে যাবার চেষ্টা করুন। আশা করছি দেখা হবে বিজয়ে 🙂

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *