কি শিখবেন? কোথায় থেকে শিখবেন?

শুভেচ্ছা। লেখা-লিখির পিড়া না থাকায় অলস হয়ে যাচ্ছি। পোকায় কামড় না দিলে বসা হচ্ছে না। যাগ্গে, শিরোনামে কি বুঝলেন? এই শেখাশিখির ব্যাপারে অনেকেই সিরিয়াস হলেও সঠিক গাইড বা চেনা-জানা সোর্স না থাকায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, পরিবেশ হচ্ছে নষ্ট। এর-ওর পাল্লায় পড়ে গাঁটের টাকা খুঁইয়ে দুষছেন ভাগ্যকে বা গুষ্টি উদ্ধার করছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের।

আজকের এই আর্টিকেলে আলোচনা করবো কোথায় থেকে কি শিখবেন। তালিকাটি ৪ অংশে আমি প্রস্তুত করেছি-

  1. ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট
  2. গ্রাফিক ডিজাইন
  3. ডিজিটাল মার্কেটিং
  4. দক্ষতা উন্নয়ন

প্রশ্ন হতে পারে- এইগুলোর বাইরে শেখার আর কিছু নাই? নাই মানে, আলবত আছে! কিন্তু এই চারটা শাখা-প্রশাখা গুলোই বেশি জনপ্রিয়; তারই আলোকে সাজানো হয়েছে এই তালিকা। তো চলুন অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি তালিকায় চলে যাই।

নোটঃ যেহেতু আমি প্রযুক্তি পাগল মানুষ নিশ্চয়ই এই আর্টিকেল থেকে বিমান চালানো বা টাকার বাচ্চা বের করার পদ্ধতী শেখা যাবে না এবং যা লিংক শেয়ার করা হবে এগুলো সবই ইন্টারনেট থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তিতে যার কোন দায়ভার আমার উপর বর্তায় না।

ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট

তালিকার শুরুতেই থাকছে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট এর রিসোর্স। অনলাইনের দুনিয়া উন্নত করার জন্য ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্টের বিকল্প নেই। দক্ষ প্রোগ্রামারদের এই সেক্টরে চাহিদা বিশাল। প্রোগ্রামিং এ সময় দিয়ে নিজেকে গড়ে তুলতে পারলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। এগুলো শুধু শুধু দেখে ছেড়ে না দিয়ে বুকমার্ক করে রাখুন এবং একটা শিডিউল তৈরি করে চর্চা করুন।

ক্রমিককি শেখাচ্ছেন?কে শেখাচ্ছেন?দরদামলিংক
০১ডিজাইন-ডেভেলপমেন্ট জাতীয় পোর্টালw3schoolফ্রিগুতা দেন
০২ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্টইউটিউবফ্রিগুতা দেন
০৩যাত্রা শুরুর গল্প বা প্রেরণামূলকঝংকার মাহবুবফ্রিগুতা দেন
০৪ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারিলাইভ প্রযেক্টফ্রিগুতা দেন
০৫ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারিশিখুন.নেটফ্রিগুতা দেন
০৬ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারিহাসিন হায়দারফ্রিমিয়ামগুতা দেন
০৭ডিজাইন-ডেভেলপমেন্টইন্সট্রাকটোরিপ্রিমিয়ামগুতা দেন
০৮ওয়েব ডিজাইনটেন মিনিট স্কুলপ্রিমিয়ামগুতা দেন
০৯ওয়েব ডিজাইনঘুড়ি লার্নিংপ্রিমিয়ামগুতা দেন
১০ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টবহুব্রীহিপ্রিমিয়ামগুতা দেন
১০প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টক্রিয়েটিভ আইটিপ্রিমিয়ামগুতা দেন
১১ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারিকোডারট্রাস্ট বিডিপ্রিময়ামগুতা দেন
১২ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টসফট্ টেক বিডিপ্রিমিয়ামগুতা দেন
১৩প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টপিপল এন টেকস্কলারশিপগুতা দেন

গ্রাফিক ডিজাইন

আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজাইন এবং সেগুলোর কারিগর কিভাবে এই ডিজাইন করে সেটা শিখতে গ্রাফিক ডিজাইন কোর্স করে নিতে পারেন। মার্কেটে ভিষনরকম চাহিদা রয়েছে সৃজনশীল ডিজাইনারের। আপনি যদি সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পান তবে আগ-পিছ না ভেবে ঝাঁপিয়ে পড়ুন গ্রাফিকের দুনিয়াই!

ক্রমিককি শেখাচ্ছেন?কে শেখাচ্ছেন?দরদামলিংক
০১বাংলায় নতুনদের জন্য গ্রাফিক ডিজাইনইউটিউবফ্রিগুতা দেন
০২গুগল UX ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেটগুগলফ্রিগুতা দেন
০৩নতুনদের ডিজাইন এলিমেন্টস পরিচিতিলরি পোলফ্রিগুতা দেন
০৪ফটোশপের নাড়ি-নক্ষত্রউন্মেষ ডিন্ডাফ্রিগুতা দেন
০৫মোশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্সইমরান আলিফ্রিগুতা দেন
০৬লোগো ডিজাইনের খুটিনাটিউইল পিটারসনফ্রিগুতা দেন
০৭অনলাইনে করুন মনের মত ডিজাইনক্যানভাফ্রিগুতা দেন
০৮মোশন ডিজাইনডোপ মোশনফ্রিগুতা দেন
ডিজাইন & ক্রিয়েটিভ কোর্স১০ মিনিট স্কুলপ্রিমিয়ামগুতা দেন
০৯গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালসঘুড়ি লার্নিংপ্রিমিয়ামগুতা দেন
১০টি-শার্ট, UI/UX ডিজাইনএমএসবিপ্রিমিয়ামগুতা দেন
১১প্রফেশনাল গ্রাফিক ডিজাইনক্রিয়েটিভ আইটিপ্রিমিয়ামগুতা দেন
১২প্রোডাক্ট, প্যাকেজিং ডিজাইনডিআইটিপ্রিমিয়ামগুতা দেন

ডিজিটাল মার্কেটিং

কোন পণ্য বা সেবা বিক্রির জন্য প্রচারের মাধ্যম হিসাবে অনলাইনের দুনিয়া বেঁছে নিলে অবশ্যই আপনাকে এই দুনিয়ায় কিভাবে মার্কেটিং করতে হয় সেটা শিখে নিতে হবে। এর এই শেখা-শিখির বিষয়ে প্রচুর কোর্স রয়েছে। তার মধ্যে বাছাইকৃত কিছু কোর্সের তালিকা দেয়া হলো।

আমার প্রতিষ্ঠান ইকেয়ার একাডেমি থেকেও ডিজিটাল মার্কেটিং এর উপর দারুন কোর্স অফার করছি। বিস্তারিত জানতে কল করতে পারেন 01309-021590 এই নাম্বারে।

মূলত ডিজিটাল মার্কেটিং কোর্সে সময় কম লাগে, যে কোন একটি বিষয় শিখেও কাজ শুরু করা যায়। তবে পরামর্শ হলো যা কিছুই শিখবেন না কেন ভালো করে শিখুন। ডিপ-লার্নিং না হলে পরবর্তীতে বাধা আসতে পারে।

ক্রমিককি শেখাচ্ছেন?কে শেখাচ্ছেন?দরদামলিংক
০১শুরু করুন গুগল ডিজিটাল গ্যারেজ থেকেগুগলফ্রিগুতা দেন
০২MOZ থেকে শিখে নিন SEO এর নাড়ি-নক্ষত্রমজফ্রিগুতা দেন
০৩গুগল ডিজিটাল আনলকগুগলফ্রিগুতা দেন
০৪পেইড টুলস Semrush Academy থেকে মার্কেটিং টিপসSemrushফ্রিগুতা দেন
০৫ওয়েবসাইট Ranking & SEO জানতে এইচরেফফ্রিগুতা দেন
০৬ইউটিউবে একটু ঘাটলেই পাবেন কার্যকরি টিপসইউটিউবফ্রিগুতা দেন
০৭গুগল টুলস এর মাস্টার হতে গুগলফ্রিগুতা দেন
০৮বিবিসি থেকে শিখে নিন ডিজিটাল মার্কেটিংবিবিসিফ্রিগুতা দেন
০৯ডিজিটাল মার্কেটিং এর হাতে-খড়িবহুব্রিহিপ্রিমিয়ামগুতা দেন
১০ফেসবুক মার্কেটিং১০ মিনিট স্কুলপ্রিমিয়ামগুতা দেন
১১ডিজিটাল মার্কেটিংক্রিয়েটিভ আইটিপ্রিমিয়ামগুতা দেন
১২অল-ইন-ওয়ান ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্সমাসুক সরকারপ্রিমিয়ামগুতা দেন
১৩ডিজিটাল মার্কেটিং এর বুটক্যাম্পখালিদ ফারহানপ্রিমিয়ামগুতা দেন
১৪বেসিক ডিজিটাল মার্কেটিংঘুড়ি লার্নিংপ্রিমিয়ামগুতা দেন
১৫ডিজিটাল মার্কেটিং এর হাতেখড়িসাব্বির আহমেদপ্রিমিয়ামগুতা দেন

দক্ষতা উন্নয়ন

চারিদিকে জ্ঞান ছড়িয়ে-ছিটিয়ে আছে, সেগুলো ধরার মত কিছু কৌশল জানা থাকলে কর্মের অভাব হবে না এটা নিশ্চিত। দেখুন তো নিচের দেয়া তালিকা থেকে আপনার দক্ষতা বাড়াতে পারেন কি না!

ও হ্যা, সবগুলো রিসোর্সই ফ্রি। তাই অবহেলা করবেন না। আপনার সাথে যায় এমন যে কোন একটা সোর্সে ক্লিক করে মন দিয়ে সেগুলো দেখুন-বুঝুন এবং কাজে লাগান।

ক্রমিককি শেখাচ্ছেন?কে শেখাচ্ছেন?দরদামলিংক
০১সরকারি ভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়নবাংলাদেশ সরকারফ্রিগুতা দেন
০২কুরআন শেখার সহজ উপায়মুহাম্মাদ জামাল উদ্দীনফ্রিগুতা দেন
০৩মোবাইল সার্ভিসিং কোর্সইউটিউবফ্রিগুতা দেন
০৪মন কী এবং কীভাবে মনের যত্ন নিতে হয়?১০ মিনিট স্কুলফ্রিগুতা দেন
০৫ডাটা সাইন্স ইউটিউবফ্রিগুতা দেন
০৬আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিংইউটিউবফ্রিগুতা দেন
০৭সাইবার সিকিউরিটিইউটিউবফ্রিগুতা দেন
০৮কমিউনিকেশন সিক্রেটেইজাজুর রহমানফ্রিগুতা দেন
০৯বাংলা বিতর্ক কোর্সসাকিব বিন রশিদফ্রিগুতা দেন
১০মাইক্রোসফট্ এক্সেলে 2021 ফাজ করিমফ্রিগুতা দেন
১১ইংরেজি শেখার সহজ উপায়এইচ এম মাহমুদুল হাসানফ্রিগুতা দেন
১২Xero বুককিপিং একাউন্টিং কোর্সরামিজ হোসাইনফ্রিগুতা দেন
১৩কম্পিউটার নেটওয়ার্কিংনেসো একাডেমিফ্রিগুতা দেন
১৪মাইক্রোসফট্ পাওয়ারপয়েন্ট শর্ট কোর্স১০ মিনিট স্কুলফ্রিগুতা দেন
১৫সিভি তৈরি এবং ইন্টারভিউআয়মান সাদিকফ্রিগুতা দেন

তো দিন শেষে এগুলো ভাজ করা রুমালের মত পকেটে ভরে রাখবেন না, এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার যদি সামান্যতম কাজে আসে তবে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে গেলাম এছাড়া ফেসবুকে আমাকে ফলো করতে এখানে ক্লিক করুন, আমার ইউটিউব চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন।

আজ বিদায়, কথা হচ্ছে নতুন কোন লেখায়, সেই পর্যন্ত ভালো থাকুন- সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।

Facebook
Twitter
Email
Print

5 Responses

  1. চমৎকার তথ্যসমৃদ্ধ কন্টেন্ট। শিখতে হবে,জানতে হবে।শিখার কোন শেষ নেই।
    আর কি শিখবো,কোথা থেকে শিখবো,তার সিডিউল তো পেয়েই গেলাম💕

  2. চমৎকার লেখা উপহার দিলেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার

  3. মাসআল্লাহ।
    শেখার পুরো দুনিয়া যেন এক হাতের মুঠোয় এনে দিয়েছেন।
    অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

  4. এতো কিছু এক সাথে ধারণা আসলেও কোথাও খুঁজে পাই নাই।
    অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল।
    যা আমাদের মতো উঠতি ফ্রিল্যান্সার দের কাজে লাগবে।
    অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *