শুভেচ্ছা। লেখা-লিখির পিড়া না থাকায় অলস হয়ে যাচ্ছি। পোকায় কামড় না দিলে বসা হচ্ছে না। যাগ্গে, শিরোনামে কি বুঝলেন? এই শেখাশিখির ব্যাপারে অনেকেই সিরিয়াস হলেও সঠিক গাইড বা চেনা-জানা সোর্স না থাকায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, পরিবেশ হচ্ছে নষ্ট। এর-ওর পাল্লায় পড়ে গাঁটের টাকা খুঁইয়ে দুষছেন ভাগ্যকে বা গুষ্টি উদ্ধার করছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের।
আজকের এই আর্টিকেলে আলোচনা করবো কোথায় থেকে কি শিখবেন। তালিকাটি ৪ অংশে আমি প্রস্তুত করেছি-
- ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট
- গ্রাফিক ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- দক্ষতা উন্নয়ন
প্রশ্ন হতে পারে- এইগুলোর বাইরে শেখার আর কিছু নাই? নাই মানে, আলবত আছে! কিন্তু এই চারটা শাখা-প্রশাখা গুলোই বেশি জনপ্রিয়; তারই আলোকে সাজানো হয়েছে এই তালিকা। তো চলুন অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি তালিকায় চলে যাই।
নোটঃ যেহেতু আমি প্রযুক্তি পাগল মানুষ নিশ্চয়ই এই আর্টিকেল থেকে বিমান চালানো বা টাকার বাচ্চা বের করার পদ্ধতী শেখা যাবে না এবং যা লিংক শেয়ার করা হবে এগুলো সবই ইন্টারনেট থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তিতে যার কোন দায়ভার আমার উপর বর্তায় না।
ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট
তালিকার শুরুতেই থাকছে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট এর রিসোর্স। অনলাইনের দুনিয়া উন্নত করার জন্য ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্টের বিকল্প নেই। দক্ষ প্রোগ্রামারদের এই সেক্টরে চাহিদা বিশাল। প্রোগ্রামিং এ সময় দিয়ে নিজেকে গড়ে তুলতে পারলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। এগুলো শুধু শুধু দেখে ছেড়ে না দিয়ে বুকমার্ক করে রাখুন এবং একটা শিডিউল তৈরি করে চর্চা করুন।
ক্রমিক | কি শেখাচ্ছেন? | কে শেখাচ্ছেন? | দরদাম | লিংক |
---|---|---|---|---|
০১ | ডিজাইন-ডেভেলপমেন্ট জাতীয় পোর্টাল | w3school | ফ্রি | গুতা দেন |
০২ | ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৩ | যাত্রা শুরুর গল্প বা প্রেরণামূলক | ঝংকার মাহবুব | ফ্রি | গুতা দেন |
০৪ | ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারি | লাইভ প্রযেক্ট | ফ্রি | গুতা দেন |
০৫ | ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারি | শিখুন.নেট | ফ্রি | গুতা দেন |
০৬ | ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারি | হাসিন হায়দার | ফ্রিমিয়াম | গুতা দেন |
০৭ | ডিজাইন-ডেভেলপমেন্ট | ইন্সট্রাকটোরি | প্রিমিয়াম | গুতা দেন |
০৮ | ওয়েব ডিজাইন | টেন মিনিট স্কুল | প্রিমিয়াম | গুতা দেন |
০৯ | ওয়েব ডিজাইন | ঘুড়ি লার্নিং | প্রিমিয়াম | গুতা দেন |
১০ | ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট | বহুব্রীহি | প্রিমিয়াম | গুতা দেন |
১০ | প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট | ক্রিয়েটিভ আইটি | প্রিমিয়াম | গুতা দেন |
১১ | ডিজাইন-ডেভেলপমেন্ট বা রকমারি | কোডারট্রাস্ট বিডি | প্রিময়াম | গুতা দেন |
১২ | ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট | সফট্ টেক বিডি | প্রিমিয়াম | গুতা দেন |
১৩ | প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট | পিপল এন টেক | স্কলারশিপ | গুতা দেন |
গ্রাফিক ডিজাইন
আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজাইন এবং সেগুলোর কারিগর কিভাবে এই ডিজাইন করে সেটা শিখতে গ্রাফিক ডিজাইন কোর্স করে নিতে পারেন। মার্কেটে ভিষনরকম চাহিদা রয়েছে সৃজনশীল ডিজাইনারের। আপনি যদি সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পান তবে আগ-পিছ না ভেবে ঝাঁপিয়ে পড়ুন গ্রাফিকের দুনিয়াই!
ক্রমিক | কি শেখাচ্ছেন? | কে শেখাচ্ছেন? | দরদাম | লিংক |
---|---|---|---|---|
০১ | বাংলায় নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০২ | গুগল UX ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেট | গুগল | ফ্রি | গুতা দেন |
০৩ | নতুনদের ডিজাইন এলিমেন্টস পরিচিতি | লরি পোল | ফ্রি | গুতা দেন |
০৪ | ফটোশপের নাড়ি-নক্ষত্র | উন্মেষ ডিন্ডা | ফ্রি | গুতা দেন |
০৫ | মোশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স | ইমরান আলি | ফ্রি | গুতা দেন |
০৬ | লোগো ডিজাইনের খুটিনাটি | উইল পিটারসন | ফ্রি | গুতা দেন |
০৭ | অনলাইনে করুন মনের মত ডিজাইন | ক্যানভা | ফ্রি | গুতা দেন |
০৮ | মোশন ডিজাইন | ডোপ মোশন | ফ্রি | গুতা দেন |
ডিজাইন & ক্রিয়েটিভ কোর্স | ১০ মিনিট স্কুল | প্রিমিয়াম | গুতা দেন | |
০৯ | গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালস | ঘুড়ি লার্নিং | প্রিমিয়াম | গুতা দেন |
১০ | টি-শার্ট, UI/UX ডিজাইন | এমএসবি | প্রিমিয়াম | গুতা দেন |
১১ | প্রফেশনাল গ্রাফিক ডিজাইন | ক্রিয়েটিভ আইটি | প্রিমিয়াম | গুতা দেন |
১২ | প্রোডাক্ট, প্যাকেজিং ডিজাইন | ডিআইটি | প্রিমিয়াম | গুতা দেন |
ডিজিটাল মার্কেটিং
কোন পণ্য বা সেবা বিক্রির জন্য প্রচারের মাধ্যম হিসাবে অনলাইনের দুনিয়া বেঁছে নিলে অবশ্যই আপনাকে এই দুনিয়ায় কিভাবে মার্কেটিং করতে হয় সেটা শিখে নিতে হবে। এর এই শেখা-শিখির বিষয়ে প্রচুর কোর্স রয়েছে। তার মধ্যে বাছাইকৃত কিছু কোর্সের তালিকা দেয়া হলো।
আমার প্রতিষ্ঠান ইকেয়ার একাডেমি থেকেও ডিজিটাল মার্কেটিং এর উপর দারুন কোর্স অফার করছি। বিস্তারিত জানতে কল করতে পারেন 01309-021590 এই নাম্বারে।
মূলত ডিজিটাল মার্কেটিং কোর্সে সময় কম লাগে, যে কোন একটি বিষয় শিখেও কাজ শুরু করা যায়। তবে পরামর্শ হলো যা কিছুই শিখবেন না কেন ভালো করে শিখুন। ডিপ-লার্নিং না হলে পরবর্তীতে বাধা আসতে পারে।
ক্রমিক | কি শেখাচ্ছেন? | কে শেখাচ্ছেন? | দরদাম | লিংক |
---|---|---|---|---|
০১ | শুরু করুন গুগল ডিজিটাল গ্যারেজ থেকে | গুগল | ফ্রি | গুতা দেন |
০২ | MOZ থেকে শিখে নিন SEO এর নাড়ি-নক্ষত্র | মজ | ফ্রি | গুতা দেন |
০৩ | গুগল ডিজিটাল আনলক | গুগল | ফ্রি | গুতা দেন |
০৪ | পেইড টুলস Semrush Academy থেকে মার্কেটিং টিপস | Semrush | ফ্রি | গুতা দেন |
০৫ | ওয়েবসাইট Ranking & SEO জানতে | এইচরেফ | ফ্রি | গুতা দেন |
০৬ | ইউটিউবে একটু ঘাটলেই পাবেন কার্যকরি টিপস | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৭ | গুগল টুলস এর মাস্টার হতে | গুগল | ফ্রি | গুতা দেন |
০৮ | বিবিসি থেকে শিখে নিন ডিজিটাল মার্কেটিং | বিবিসি | ফ্রি | গুতা দেন |
০৯ | ডিজিটাল মার্কেটিং এর হাতে-খড়ি | বহুব্রিহি | প্রিমিয়াম | গুতা দেন |
১০ | ফেসবুক মার্কেটিং | ১০ মিনিট স্কুল | প্রিমিয়াম | গুতা দেন |
১১ | ডিজিটাল মার্কেটিং | ক্রিয়েটিভ আইটি | প্রিমিয়াম | গুতা দেন |
১২ | অল-ইন-ওয়ান ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্স | মাসুক সরকার | প্রিমিয়াম | গুতা দেন |
১৩ | ডিজিটাল মার্কেটিং এর বুটক্যাম্প | খালিদ ফারহান | প্রিমিয়াম | গুতা দেন |
১৪ | বেসিক ডিজিটাল মার্কেটিং | ঘুড়ি লার্নিং | প্রিমিয়াম | গুতা দেন |
১৫ | ডিজিটাল মার্কেটিং এর হাতেখড়ি | সাব্বির আহমেদ | প্রিমিয়াম | গুতা দেন |
দক্ষতা উন্নয়ন
চারিদিকে জ্ঞান ছড়িয়ে-ছিটিয়ে আছে, সেগুলো ধরার মত কিছু কৌশল জানা থাকলে কর্মের অভাব হবে না এটা নিশ্চিত। দেখুন তো নিচের দেয়া তালিকা থেকে আপনার দক্ষতা বাড়াতে পারেন কি না!
ও হ্যা, সবগুলো রিসোর্সই ফ্রি। তাই অবহেলা করবেন না। আপনার সাথে যায় এমন যে কোন একটা সোর্সে ক্লিক করে মন দিয়ে সেগুলো দেখুন-বুঝুন এবং কাজে লাগান।
ক্রমিক | কি শেখাচ্ছেন? | কে শেখাচ্ছেন? | দরদাম | লিংক |
---|---|---|---|---|
০১ | সরকারি ভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়ন | বাংলাদেশ সরকার | ফ্রি | গুতা দেন |
০২ | কুরআন শেখার সহজ উপায় | মুহাম্মাদ জামাল উদ্দীন | ফ্রি | গুতা দেন |
০৩ | মোবাইল সার্ভিসিং কোর্স | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৪ | মন কী এবং কীভাবে মনের যত্ন নিতে হয়? | ১০ মিনিট স্কুল | ফ্রি | গুতা দেন |
০৫ | ডাটা সাইন্স | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৬ | আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিং | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৭ | সাইবার সিকিউরিটি | ইউটিউব | ফ্রি | গুতা দেন |
০৮ | কমিউনিকেশন সিক্রেটে | ইজাজুর রহমান | ফ্রি | গুতা দেন |
০৯ | বাংলা বিতর্ক কোর্স | সাকিব বিন রশিদ | ফ্রি | গুতা দেন |
১০ | মাইক্রোসফট্ এক্সেলে 2021 | ফাজ করিম | ফ্রি | গুতা দেন |
১১ | ইংরেজি শেখার সহজ উপায় | এইচ এম মাহমুদুল হাসান | ফ্রি | গুতা দেন |
১২ | Xero বুককিপিং একাউন্টিং কোর্স | রামিজ হোসাইন | ফ্রি | গুতা দেন |
১৩ | কম্পিউটার নেটওয়ার্কিং | নেসো একাডেমি | ফ্রি | গুতা দেন |
১৪ | মাইক্রোসফট্ পাওয়ারপয়েন্ট শর্ট কোর্স | ১০ মিনিট স্কুল | ফ্রি | গুতা দেন |
১৫ | সিভি তৈরি এবং ইন্টারভিউ | আয়মান সাদিক | ফ্রি | গুতা দেন |
তো দিন শেষে এগুলো ভাজ করা রুমালের মত পকেটে ভরে রাখবেন না, এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার যদি সামান্যতম কাজে আসে তবে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে গেলাম এছাড়া ফেসবুকে আমাকে ফলো করতে এখানে ক্লিক করুন, আমার ইউটিউব চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন।
আজ বিদায়, কথা হচ্ছে নতুন কোন লেখায়, সেই পর্যন্ত ভালো থাকুন- সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।
6 Responses
চমৎকার তথ্যসমৃদ্ধ কন্টেন্ট। শিখতে হবে,জানতে হবে।শিখার কোন শেষ নেই।
আর কি শিখবো,কোথা থেকে শিখবো,তার সিডিউল তো পেয়েই গেলাম💕
অনেক ধন্যবাদ ভাইয়া
চমৎকার লেখা উপহার দিলেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
মাসআল্লাহ।
শেখার পুরো দুনিয়া যেন এক হাতের মুঠোয় এনে দিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এতো কিছু এক সাথে ধারণা আসলেও কোথাও খুঁজে পাই নাই।
অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল।
যা আমাদের মতো উঠতি ফ্রিল্যান্সার দের কাজে লাগবে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনার এই চমৎকার উদ্যোগ এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।